1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে, সর্বশেষ নির্মমতার শিকার সোলেমানি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দ্রুতই প্রাথমিকে বড় নিয়োগ – মাগুরায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে

দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে, সর্বশেষ নির্মমতার শিকার সোলেমানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২০
  • ২৯৩ বার

সহিদ উল্লাহ মিয়াজী :
ওরা একজনকে শিয়া,অারেকজনকে সুন্নী,অন্যজনকে উগ্রবাদি মুসলিম, অপরজনকে মৌলবাদী বলে হত্যা করবে।শিয়াকে খুন করলে সুন্নী মজা পায়।সুন্নীকে খুন করলে শিয়া খুশি হয়।মৌলবাদী বা উগ্রবাদি নাম দিয়ে খুন করলে অারেক লেবাসধারি মুসলিম অানন্দ করে।এরা সবাই মুসলিম।অাক্বিদাতে হয়ত কিছুটা ভিন্নতা দেখা যায়।
ওদের মধ্যে কোন কিছুর মিল নেই তবুও তারা এক ও অভিন্ন।অামেরিকার খ্রীষ্টান, ইজরাইলের ইয়াহুদি,বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের নেতারা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।কিন্তু তাদের সবার ধর্ম এক নয়।তবুও তারা ঐক্যবদ্ধ।বাংলাদেশেও তিন ধর্ম এক হয়ে ঐক্য পরিষদ করেছে।অথচ এদেশে মুসলিম নেতারা একজনের বিরুদ্ধে অারেক জন নিয়মিত বয়ান বক্তিতা করেন।মোল্লারা মঞ্চে উঠে অারেক মোল্লার বিরুদ্ধে বয়ান করে মজা নেন।অমুসলিমদের মধ্যে এমনটি দেখা যায় না।
একটি গল্প মনে পড়ে গেলো:- তিন চোর বাগান থেকে অাম পেড়ে নিয়ে যাচ্ছিলো।তৎক্ষনাত খবর পেয়ে বাগানের মালিক এসে তাদের গতিরোধ করলো।তিন চোরের সাথে মালিক একা পারবেনা বুঝতে পেরে বুদ্ধি করে তিনজনকে শায়েস্তা করলো।প্রথমে পাশের গ্রাম থেকে অাসা চোরকে বললো তুই অামার বাগান থেকে চুরি করতে পারিসনা,কারন তুই অন্য গ্রামের।বাকি দুজন অামার গ্রামের তারা চুরি করে খাওয়ার অধিকার রাখে।এ বলে চোরকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিলো।বাকি দুই চোর মনে মনে খুশি।এবার মালিক অরেক চোরকে এ বলে শায়েস্তা করলো তুই কেন অামার বাগানে চুরি করছিস!তোর বাড়ি দক্ষিণ পাড়া।তুই উত্তর পাড়া এসে অামার বাগানে চুরি করার অধিকার নেই,এই বলে তাকে ভালো করে পিটিয়ে অাহত করে দিলো।তৃতীয় চোরকে মালিক এই বলে উত্তম মধ্যম দিলো এবং বললো তুই অামার পাড়ার ছেলে। তুই বাহিরের চোর সাথে নিয়ে অামার বাগানের অাম চুরি করতে পারিসনা।তিনজনকে অালাদা করে ভিন্ন কথা বলে মালিক তাদেরকে শায়েস্তা করছে।ঠিক তেমনি অামেরিকা ও ইজরাইল মুসলিমদেরকে অালাদা করে শায়েস্তা করছে।অাবাল নেতারা মজা নেয়,পক্ষ করে।অার বলে সে শিয়া তাকে মারা ঠিক।সে সুন্নী তাকে মারা ঠিক অাছে।অারেক পক্ষ বলে সে ওহাবী তাকে পিটানো ঠিক অাছে।অন্য পক্ষ বলে সে গরম সিন্নি তাকে শায়েস্তা করা ঠিক অাছে।অন্য পক্ষ বলে সে মাজার পূজারী তাকে ধ্বংস করলে প্রচুর সাওয়াব হবে।

দ্বিধাবিভক্ত মুসলিম এ ভাবে শেষ হবে।যেমনটির নির্মমতার শিকার হলেন সোলেমানি ও সাদ্দাম হোসেন সহ অনেকে।

লেখক : সাংবাদিক ও সমাজকর্মী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net