মোঃ নাঈম উদ্দিন (প্রিন্স নয়ন),স্টাফ রিপোর্টার :
কুমিল্লার নাঙ্গলকোটে ঐতিহ্যবাহী ঠান্ডা কালীবাড়ি মেলা অনেক জমজমাট হয়ে উঠে। উপজেলার ঢালুয়া ইউপির মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছর বাংলা সালের পহেলা মাঘ মেলাটি অনুষ্ঠিত হয়।মেলাটি শত বছরের পুরোনো।মেলায় বসেছে হরেক রকমের জিনিসপত্র। শিশুদের খেলনা,নাগর দোলা, চরকি খেলা, জাদু, রেলগাড়ি ভ্রমণ, মটরসাইকেল খেলা,ঢোল, নানা ধরনের কৃষি সামগ্রী, কামারদের হাতে তৈরি লোহার বিভিন্ন সামগ্রী, মেয়েদের কসমেটিক্স, কাপড় দোকান,নানা ধরনের শিতের পিঠার মেলা,রকমারি খাবার চটপটি ও ফুচকা, মিষ্টি,জিলাপি,ট্রপি, নানান রকম আচার,সাগরের বড় বড় মাছের দোকান বসে।জেলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী মেলাটি উপভোগ করেন।