1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুধবার চকরিয়ায় আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

বুধবার চকরিয়ায় আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ২১৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: বুধবার ২২জানুয়ারি চকরিয়া সরকারি কলেজ মাঠে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এতে আয়োজন করা হয়েছে গণসংবর্ধনা সভার। সংবর্ধিত অতিথি হিসেবে ওবায়দুল কাদের এমপি ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মুখপাত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি। তিনি সপ্তাহ খানেক আগে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। ইতিমধ্যে উপজেলা সভাপতি জাফর আলম এমপি বেশ কয়েকটি প্রস্তুতি সভা ও সমাবেশে নেতৃত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিকে সেতুমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় খ- খ- প্রস্তুতি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এ নিয়ে উপজেলা প্রশাসনের ইউএনও ও থানার ওসি পর্যায়েও দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরেজমিন কলেজ মাঠও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও ওসি হাবিবুর রহমান। সর্বশেষ সোমবার রাত অবধি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আলমগীর চৌধুরীর নেতৃত্বে নিজ কার্যালয় পৌরসভাসহ একাধিক স্থানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির জানিয়েছেন, জননেতা মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনে উপজেলা যুবলীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতির বিষয়টি আরো দৃড় করতে রোববার রাতে পৌরশহরের চাইনীজ রেস্তোরা রেডচিলি মিলনায়তনে উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে নেতাকর্মীদের এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র আলমগীর চৌধুরী বক্তব্য রাখেন। অন্যদিকে কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা সভায় অর্ধশতাধিক লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চটির নির্মাণ কাজও প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাসেবক আহমদ রেজা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম