1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার মনোভাব জানতে তৃতীয় পক্ষ খুঁজছে বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

খালেদা জিয়ার মনোভাব জানতে তৃতীয় পক্ষ খুঁজছে বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ১৯৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে রাজি কিনা, তা জানতে পারছেন না দলটির সিনিয়র নেতারা। ফলে ইতোপূর্বে প্যারোলে মুক্তির বিষয়ে তিনি যে অসম্মতি জানিয়েছিলেন, সেই অবস্থান থেকে তার মনোভাবে কোনও পরিবর্তন এসেছে কিনা, তাও জানার সুযোগ হয়নি তাদের। এমনকি তারা এ বিষয়ে দলের চেয়ারপারসনের মনোভাব জানার জন্য নিজেদের মধ্য থেকে কাকে পাঠানো যায়, তাও ঠিক করতে পারছে না। পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই দলের নীতিনির্ধারকরা খালেদা জিয়ার মনোভাব জানতে তৃতীয় পক্ষের সহযোগিতা নেওয়ার চিন্তাভাবনা করছেন। এক্ষেত্রে এই পক্ষটি সরকার ও বিএনপির সঙ্গে আলোচনা করে ‘উইন-উইন সিচুয়েশন ক্রিয়েট’ করবে, এমন আশ্বাসও পেতে চান তারা। দলটির একাধিক নীতিনির্ধারক ও দায়িত্বশীল নেতা শ্যামল বাংলাকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি রাজনৈতিক হওয়ায় এর সঙ্গে সরকার ও বিএনপি সরাসরি যুক্ত।

তবে, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শর্তহীন প্যারোলে মুক্তি হলে খালেদা জিয়া রাজি হতে পারেন।’

বিএনপি খুঁজছে তৃতীয় পক্ষ
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র মনে করছে, মুজিববর্ষ উদযাপনকে সর্বজনীন রাখতে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে, রাজনৈতিক কৌশলগত কারণে খালেদা জিয়ার কাছ থেকে প্যারোলের আবেদন চায় সরকার। আর এই চাওয়া পূর্ণ করতে বিএনপির মধ্যেও দুই ধরনের চিন্তা রয়েছে। দলের নীতিনির্ধারকদের মধ্যে যেকোনও মূল্যে খালেদা জিয়ার স্বাস্থ্যরক্ষার বিষয়টি গুরুত্ব পেলেও স্বয়ং নেত্রীর স্পষ্ট মনোভাব তারা জানতে পারছেন না। সেক্ষেত্রে দলের সিনিয়র নেতারা আবারও প্রিজন সেলে সাক্ষাতের আবেদন করতে পারেন। আবার কোনও কোনও নেতা মনে করছেন, খালেদা জিয়াকেই প্যারোলের আবেদনের জন্য রাজি করাতে হবে। আর এজন্য দলেরই বিশ্বস্ত কোনও নেতাকে দায়িত্ব দিতে হবে।

তবে, দায়িত্বশীল সূত্রটি জানায়, সরাসরি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করবেন না খালেদা জিয়া। আবার সরকারও তাকে প্যারোলের বাইরে ছাড়তে নারাজ। সেক্ষেত্রে পুরো বিষয়টি মিটমাট করতে উভয়পক্ষের মধ্যে একটি তৃতীয় পক্ষ খুব জরুরি। এই পক্ষকে আশ্বস্ত করতে হবে, ‘উইন-উইন সিচুয়েশন’।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য আগেও জানিয়েছেন, সরকারের মনোভাব জানা ছাড়া জামিন কিংবা প্যারোলে মুক্তি—কোনও উদ্যোগই সফল হবে না। খালেদা জিয়ার মুক্তির জন্য কোনও ধরনের আন্দোলন গড়ে তোলা যাবে না—এমন অবস্থানের কারণেই নেতারা সমঝোতার পথে হাঁটতে চেয়েছেন। তবে, দৃশ্যমান রাজনৈতিক কৌশল অক্ষুণ্ন থাকে, এমন উদ্যোগই নেওয়ার পক্ষে বিএনপি নেতারা।

গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, শিগগিরই জামিনের আবেদন করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দায়িত্বশীল একটি সূত্র জানায়, খালেদা জিয়ার জামিনের জন্য আবারও হাইকোর্টে আবেদন করা হবে। এক বেঞ্চে না হলে অন্য বেঞ্চে।

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার শ্যামল বাংলাকে বলেন, ‘খালেদা জিয়ার মনোভাব জানতে হবে। আমরা জামিনের আবেদন করবো। দলের মধ্যে বিভিন্ন রকমের আলোচনা আছে। তবে, কোনও সিদ্ধান্ত নেই।’

বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী শ্যামল বাংলাকে বলেন, ‘তৃতীয় কোনও পক্ষ বিষয়টির সমাধান করবে, এটা বিএনপি ভাবতে পারে। কিন্তু তারা তো এটা বলে না যে আমরাও তো সাক্ষাৎ করতে চেয়েছি, কিন্তু বিএনপি তো কোনও উদ্যোগ নেয়নি। প্রথম দফায় সরকারই অনুমতি দেয়নি।’

ফ্রন্টের সূত্র জানায়, গত অক্টোবরে ফ্রন্টের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চায়। পরে সাক্ষাৎ চেয়ে দরখাস্তও করা হয়। একপর্যায়ে ওই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

ফ্রন্টের প্রভাবশালী একজন সদস্য, শ্যামল বাংলাকে বলেন, ‘বিএনপির উচ্চপর্যায়ে একাধিকবার বলা হয়েছে, প্রয়োজনে আমরা আবার সাক্ষাৎ করতে যাই। খালেদা জিয়াকে কনভিন্স করি, কিন্তু বিএনপি রাজি হয়নি। এখন জামিনের প্রক্রিয়াটি নিয়েও সুযোগ এসেছে। জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মঈনুল হোসেনসহ কামাল হোসেনকে জামিন আবেদনে যুক্ত করার বিষয়টি চিন্তা করা যেতে পারে।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদনে সায় দেবেন বলে মনে করি না। নিঃশর্ত প্যারোল হলে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে পারেন।’

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, মুজিববর্ষ ও স্বাস্থ্যের দিকটি বিবেচনায় সরকারের উচ্চপর্যায় খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ইতিবাচক। সেক্ষেত্রে অবশ্যই প্যারোলে মুক্তি চাইতে হবে বিএনপি চেয়ারপারসনের দিক থেকে। আর এর সম্ভাবনাও অনেক ক্ষীণ বলেও মনে করছে সূত্রটি।

খালেদা জিয়ার ‘জয়েন্টে জয়েন্টে ব্যথা, মনোভাব ভালো’
খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি ও পারিবারিক দুই চিকিৎসক খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে প্রিজন সেলে যান। এর দুই দিন পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) মেডিক্যাল বোর্ডের সব সদস্যসহ আরও দুজন চিকিৎসক বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান।

অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ‘আজ মেডিক্যাল টিমে বাত, ডায়াবেটিস, অর্থোপেডিকস, ফিজিওথেরাপি, কার্ডিওলজি ও বক্ষব্যাধির বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেখে এসেছেন।’

ডা. জিলন মিয়া বলেন, ‘গত শনিবার আমি ও তার পরিবারের দুজন চিকিৎসক বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলাম। আগের মতোই আছে তার স্বাস্থ্য। জয়েন্টের ব্যথাগুলো একটু বেশি। এক বছর আগেও এ রকমই ছিল, ভর্তির দিন যেমন ছিলেন, শনিবার দেখলাম তেমনই আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম