এফ এ নয়ন:
গাজীপুরের টঙ্গীর সফিউদদ্দীন সরকার একাডেমি এন্ড কলেজে অনুষ্ঠিত অমর একুশে বই মেলা শেষ হয়েছে। গতকাল সমাপনি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় তিন দিন ব্যাপি বই মেলা।মেলায় বিক্রি হয়েছে কয়েক হাজার বই।লক্ষমাত্রার অধিক বই বিক্রি হওয়ায় খুঁশি বিক্রেতারা।ভবিষ্যতে বই মেলার পরিধি সময় দুটই বাড়ানোর দাবী
করেন বিক্রেতারা।দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত ছিলো তিনদিনের এই মেলার।
মেলার চল্লিশটি স্টল ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।অবিভাকরা জানান,ইন্টরনেটের যুগে ছাত্র/ছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।প্রকৃত জ্ঞান অর্জন করতে বইয়ের কোন বিকল্প নেই।তাই প্রতিবছর বই মেলার আয়োজনের দাবী জানান,।
সমাপনি দিনে বই মেলা পরিদর্শনে এসে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন,
ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে বর্তমান সময়ে ছাত্র ও যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে।প্রকৃত জ্ঞান অর্জনে বইয়ের কোন বিকল্প নেই