মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের এইচ এস এস সড়কে বিএনপির কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহবায়ক এস এম মশিয়ূর রহমান, সদস্য সচিব এম এ মজিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এই সরকার সারাদেশের মানুষের স্বাধীনতা হরন করেছে গনতন্ত্রকে হত্যা করেছে। শুধু বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখেনি দেশই কারগারে পরিনত করেছে। তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।