1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর ঈদগড়ে বাউকুলের বাম্পার ফলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা

রামুর ঈদগড়ে বাউকুলের বাম্পার ফলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৩৮ বার

সেলিম উদ্দীন,ঈদগাঁহ কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ঘেরা ঈদগড় ইউনিয়ন জুড়ে বিষাক্ত তামাকের আগ্রাসন। অতি লাভের আশায় গ্রামের বহু চাষি ধানি জমিতে তামাক চাষ করছেন।
কিন্তু ব্যতিক্রম উদ্যেগ নিলেন নুরুল আলম মেম্বার।
তিনি ইউনিয়নের বৌ ঘাট গ্রামের ব্রীজের উত্তর পাশে গড়ে তুলেছেন বাউকুল বাগান। বিগত ৮ বছরে নুরুল আলম মেম্বারের দেখাদেখি বহু চাষি তামাক ছেড়ে বাউকুল চাষ করছেন। বাউকুল বিক্রি করে ভালো আয়ও করছেন চাষিরা।
তিনি প্রতিমাসে প্রায় ৮ লক্ষ টাকা আয় করেন বলে জানান।

জানা যায়, ছাত্র জীবনে থাকাকালীন পরিবারের একজন সদস্য হিসেবে সবকিছু দেখভাল করতে হত নুরুল আলমকে। তাই তিনি নেমে পড়েন মৎস্য ও লবণ চাষে। দীর্ঘদিন এই ব্যবসায়ী ছিলেন তিনি,মাঝপথে প্রতিবারে লোকসান হওয়ায় বাউকুল চাষী রহিম উল্লাহ’র পরামর্শে বাগান করতে আগ্রহী হন।

নুরুল আলমের গ্রামের বাড়ি কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব ফরাজী পাড়া গ্রামে। তিনি ঐ এলাকার জাকারিয়ার ছেলে এবং বর্তমানে ইউপি সদস্য (মেম্বার)। মৎস্য এবং লবণ চাষে যখন লোকসানে পড়ছে তখন কোন পেশা তার ভাল লাগছিল না। শিক্ষিত এবং সবার প্রিয়জন হওয়ায় আরেক সমস্যা। ছোটখাট ব্যবসা বানিজ্যও তার কোন কাজে আসছে না।
ঠিক এ সময়ে সিদ্ধান্ত নেন বাউকুল বাগান করার। পরামর্শ নেন কৃষক রহিম উল্লাহ’র তারপর শুরু করেন চাষ। বাউকুল চাষের সাফল্য দেখে মনস্থির করেন নিজেই একটি বাগান করবে। স্বপ্ন দেখেন বাউকুল বাগান করে নিজের পায়ে দাঁড়াবে।

২০১১ সালের দিকে লবণ ও মৎস্য চাষ পেলে পুরোটাই সিদ্ধান্ত নেন বাউকুল চাষে । তারপর নিজ বাড়ি থেকে ১৭ কিলোমিটার দূরে ঈদগড় ইউনিয়নে জমি খুঁজতে থাকেন। তখন ঈদগড় ইউনিয়ন জুড়ে তামাক আর তামাক। তিনি স্থানীয় লোকজনকে বুঝিয়ে বাউকুল বাগানের জন্য বৌ ঘাট ব্রীজের উত্তর পাশে ৫ একর পতিত জমি ইজারা নিলেন। এরপর ৩০/৩৫ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেন বাউকুলের বাগান তৈরীর কাজ। কাজ শুরুর পর খরচ হয় আরো অধিক টাকা। বাউকুলের চারা আনা হয় ৫ শতাধিক, চারা গুলো আনেন ময়মনসিংহ থেকে। বাগানের নামকরণ করা হয় মেম্বার বহুমুখী এগ্রো ফার্ম।

নুরুল আলম বলেন, প্রায় ৩০/৩৫ লাখ টাকা বিনিয়োগে তৈরি করা এই বাগানের ২০১৩ সালে ৫শ গাছে ফল ধরতে শুরু করে। ওই বছর কুল বিক্রি করে পান মাত্র অল্প টাকা ।

লোকসান দেখে লোকজনও বলাবলি শুরু করেন এ বাগানেও সফলতা আসবে না। পরের বছর আরও খারাপ অবস্থা। বাগানের কুল বিক্রি করে পেয়েছিলেন মাত্র দেড় লাখ টাকার মত । ঈদগড়ের তামাক ব্যবসায়ীরা নানা অপপ্রচার শুরু করেন। এতে তিনি ভেঙে পড়েননি। ২০১৩ সালে তিনি পরামর্শের জন্য যান জেলা কৃষি অফিসারের কাছে। সার্বক্ষনিক পরামর্শ দেন কৃষি অফিসারগন। তারাও নুরুল আলমের পাশে দাঁড়ান এবং বাগান পরিদর্শনে আসেন। তারপর বাউকুল চাষ পদ্ধতি দেখিয়ে দিলেন বিএ পাশ করা অদম্য চাষী নুরুল আলমকে । ওই বছরই বাগানে বাম্পার ফলন হয়। গাছের কুল বিক্রি করে নুরুল আলমের আয় হয় ৪ লক্ষ টাকা। বাগানে কর্মসংস্থান হয় এলাকায় ১৫ জন বেকার যুবকের। যাঁদের বেতন মাসিক ১০,১২,১৫ হাজার টাকা।

নুরুল আলম জানান, জনপ্রতিনিধি হিসেবে এলাকায় বেশি থাকতে হয়, বিভিন্ন মিটিং এবং ঘরোয়া বৈঠকে উপস্থিত থাকতে হয় অধিক সময়। এ কারণে বাগানের দেখভাল তেমন সম্ভব হয় না। আর তাই লোকসান গুনতে হত প্রায় সময় । ২০১৪ সালের ডিসেম্বর মাসে একধরনের ছত্রাকের (কাণ্ড পচা রোগ) আক্রমণে গাছের ফুল ও কুল ঝড়ে পড়ে। এ কারণে আশানুরূপ কুল উৎপাদিত হয়নি। চলতি সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাগানের বাউকুল বিক্রি করে পেয়েছেন ১০ লাখ টাকা।

ঈদগড় বৌ ঘাট ব্রীজের উত্তর পাশে গিয়ে দেখা গেছে, পাহাড়ঘেরা আর ধানী জমির বিশাল এলাকাজুড়ে বাউকুল বাগান “মেম্বার বহুমূখী এগ্রো ফার্ম” । নুরুল আলম মেম্বারসহ সহ কয়েকজন শ্রমিক গাছ থেকে কুল ছিঁড়ছেন আবার পরিচর্যা করছেন । ব্যবসায়ীরা সেই কুল গাড়িতে করে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাসহ চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলে নিয়ে যাচ্ছেন।

নুরুল আলম জানান , বাগানের ৫/৬ শ মত গাছে বাউকুল ধরেছে। প্রতিটিতে বাউকুল পাওয়া গেছে গড়ে ২৬/২৭ কেজি করে। বিক্রি হচ্ছে খুচরা প্রতি কেজি ৭০,৭৫,৮০ টাকা করে। পাইকারি ৫০,৫৫,৬০ টাকা। এই বাগানের বাউকুল খুবই মিষ্টি। তাই চাহিদাও বেশি। জেলার চাহিদা পূরণ করে এই বাগানের বাউকুল সরবরাহ করা হয় চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। লাভবান হওয়ায় গ্রামের অনেকে বিষাক্ত তামাক চাষ ছেড়ে বাউকুল চাষে এগিয়ে আসছেন।

কক্সবাজার জেলা কৃষি অধিদপ্তরের লোকজন বলছেন, বাউকুল বাগানের জন্য নুরুল আলম মেম্বারকে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে, তিনিও কৃষি বিভাগের পরামর্শ নিয়ে সাফল্যের সাথে স্বাবলম্বী হচ্ছেন। তার পাশাপাশি সকল বাউকুল চাষীদেরকেও পরামর্শ দিয়ে যাচ্ছেন জেলা এবং রামু উপজেলা কৃষি বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম