নইন আবু নাঈম বাগেরহাট ঃ বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ এক অগ্নিকান্ডে সুন্দরবন লাগোয়া একটি বাজারের প্রায় ২৫টি দোকান ঘর পুড়ে ব্যাবসায়ী ও মালিকদের স্বপ্ন ছাই হয়েগেছে । ২৪ ফেব্রুয়ারি (শনিবার ) গভীর রাতে পুর্ব সুন্দরবন সংলগ্ন উপজেলার চালিতা বুনিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ওই রাতে শরনখোলা ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন । কিন্তু ২৫টি বিভিন্ন প্রকার দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি । তবে ,আগুনের সুত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি । এতে ওই বাজার ব্যাবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায় । অপরদিকে ,ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহিন , প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার , উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ , সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা মেজাম্মেল হোসেন ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ওই বাজারটি পরিদর্শন করেছেন । আর্কষিক অগ্নিকান্ডে নিঃশ্ব হওয়া ওই বাজারের ব্যাবসায়ী আব্দুল জব্বার (৫৫) , চাঁনমিয়া বয়াতি (৪৮) সহ অনেকে বলেন , শনিবার গভীর রাতে হঠাৎ দেখি বজার ব্যাবসায়ী জামাল মুন্সীর দোকানের মধ্যে আগুন জ্বলছে । দোকানটিতে গ্যাসের সিলিন্ডার ও ড়িজেল থাকার কারনে তা ফেটে মুহুতেই পুরো বাজারে ছড়িয়ে পড়ে । ওই সময় বিদ্যুৎ সরবারহ চালু থাকায় আমরা ভয়ে কেউ ঁঝঁুকি না নিয়ে ফায়ার সার্র্ভিসকে খবর দেই । এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ হলে স্থানীয়রা বহু চেষ্টা করি কিন্তু ব্যার্থ হই । পরে ফায়ার সার্ভিস সদস্যরা বাজারে এসে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্তনে আনেন কিন্তু সে সময় আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়েগেছে । এখন আমরা সর্বস্ব হারিয়ে পথে বসেছি । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মর্কর্তা সরদার মোস্থফা শাহিন জানান ,ক্ষতিগ্রস্থ বাজারটি ঘুরে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা চাওয়া হয়েছে । এছাড়া আগুন লাগার কারন জানতে শীঘ্রই একটি তদন্ত টিম গঠন করা হবে । ##