মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
শনিবার সকাল সাড়ে ৮টায় ভোট শুরুর আধ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজধানীর ঢাকার উত্তরা সেক্টর-৫ এলাকার আই.ই.এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একটি ভোটও পড়েনি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এ কেন্দ্রেই ভোট দেবেন।
কক্ষ নম্বর-৭ এ গিয়ে দেখা গেলো, ভোট গ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন। আবার কোনো প্রার্থীর এজেন্টও দেখা গেলো না। পুরো কক্ষই ফাঁকা। এ কক্ষের মতো পুরো ভোট কেন্দ্ররই একই অবস্থা।
এজেন্ট নেই কেন জানতে চাইলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসমিন হামিদ বলেন, তারা একটু বাইরে গেছে। আসবে পরে। এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি। কেউ ভোট দেয়নি।
এই ভোট কেন্দ্রে ২৯২৮ জন ভোটার রয়েছেন। এক ঘণ্টায় অনেক কক্ষে একটি ভোটও পড়েনি, এমনকি মহিলা কোনো ভোটারও দেখা যায়নি।
সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহানারা আক্তার বলেন, কক্ষ নম্বর ৪ এ কোনো মহিলা ভোটার এখনো ভোট দিতে আসেননি।