তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘আলোকিত করিমগঞ্জ’। শুক্রবার ভোরে করিমগঞ্জ মহাবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মানবতার জন্য নিবেদিত প্রাণ এই সংগঠনটি। এ সময় সবাই গাইতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানটি।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আলোকিত করিমগঞ্জ এর উদ্যোক্তা সজিব রাব্বানী, আসাদুজ্জামান সরকার, শাহীন, হৃদয়, তাজমুল ও সদস্য এসকে বাপ্পি, মামুন, রুহুল আমিন, রেদোয়ান, রমজান, সাইফসহ আরো অনেকে।
পরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। র্যালিটি করিমগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শেষ হয় করিমগঞ্জ মহাবিদ্যালয় মাঠে। এ সময় সংগঠনের উদ্যোক্তা সজিব রাব্বানী সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মানবতার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান করেন।