ফজলে মমিন,গাজীপুরঃ আয়ারল্যান্ডের লিমারিক সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলর গাজীপুরের কৃতি সন্তান আজাদ তালুকদারকে আজ বুধবার বিকেলে গাজীপুর শিমুলতলীস্থ গলফ্ ইন হলরুমে ভয়েজ অব গাজীপু রের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়।।
স্বেচ্ছাসেবী ও সমাজিক সংগঠন – ভয়েজ অব গাজীপুরের সমন্বয়ক এ্যাডোকেট নাহীন আহমেদ মমতাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্বর্ধিত আজাদ তালুকদার,সিরাজুল হক খেকা,আমজাদ নেওয়াজ,রফিক আলম প্রমুখ।
গত বছর মে মাসে আয়ারল্যান্ডের লিমারিক সিটি কর্পোরেশ নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন আজাদ তালুকদার।তিনিই প্রথম আয়ারল্যান্ডে কোন বিদেশী ও মুসলিম কাউন্সিলর নির্বাচিত নির্বাচিত হয়েছেন।তিনি আয়ারলৌান্ডের অন্যতম রাজনৈতিক দল ও প্রধান বিরোধীদল ফিন্নাফিলের সাথে সরাসরি যুক্ত।তিনা বর্তমানে কর্পোরেশনের পরাবেশও আইনশৃংক্ষলার দায়িত্বে আছেন।২০০০ সালে আজাদ তালুকদার আয়ারল্যান্ডে পাড়িজমান সম্প্রতি তিনি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। পরিবার পরিজন নিয়ে লিমারিকে বসবাস করছেন তিনি।।