1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাঁদা ছোড়াছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

কাঁদা ছোড়াছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৩১ বার

সরদার আবদুল কাদের :
বলছিলাম সম্রাটদের কথা-কি? চমকে গেলেন নাকি? না কি মনে করছেন ভারত বর্ষের সেই অধিপতি সম্রাট আকবরদের কথা বলব ?যে ভারতবর্ষ ৮৫০ বৎসর শাসন করেছিলেন মুসলমানরা আজ যে ভারতে মুসলিম নির্যাতন ধিরে ধিরে বেড়েই চলেছে। কি সুন্দর ছিল মুসলিম শাসনের সেই সোনালী অতীত !! যেখানে ছিলনা জাতি ধর্মে কোন ভেদাভেদ ।আজকের দিনের উগ্র হিন্দুদের মত যদি মুসলমানরা ক্ষমতায় থাকাবস্হায় হিন্দুদের নিধন করার ফর্মূলা গ্রহণ করতো তাহলে ঔষধের অনুমান হিসাবে ভক্ষণ করার জন্য একজন হিন্দুও খুঁজে পাওয়া যেতনা ভারতে ।যাই হোক সে অনেক কথা – বলছিলাম যুবলীগের চতুর্থ সারির সেই আলোচিত সমালোচিত সম্রাট,খালিদ,জি কে শামীম , এনুদের কথা । তাদের অপকর্মের রেশ কাটতে না কাটতেই বেরিয়ে আসল চতুর্থ সারির যুবমহিলা লীগ নেত্রী পাপিয়াদের কুকির্তীর ইতিহাস। আচ্ছা বলুন তো এই পাপিয়ারা কি একা একাই এ পর্যন্ত এসেছে ? দেখেতো তা মনে হয় না। যুবমহিলা লীগের সম্পাদিকা টকশোতে বললেন নরসিংদীর তৎকালিন মন্ত্রী এম পি রা তাকে নেএী বানাতে বাঁধা দিয়েছিলেন তাই সেখানে কমিটি করতে পারেনাই যা পরে ঢাকাতে বসে করা হল কার ইশারায় বা কার নির্দেশে তা খতিয়ে দেখা সময়ের দাবী।চলুন যাই অভিযাত পাড়া গুলশানের হোটেল ওয়েস্টিনের দিকে যেখানে লবিতে বসে আপনি এক কাপ চায়ের স্বাদ নিতে গুনতে হবে ৪৫০ টাকা । নিরাপওার বিবেচনায় বিশ্বমানের। তাছাড়া রাস্ট্রীয় আইনশৃংখলা বাহিনীর নজরদারীর কথা বলাই বাহুল্য ।এখানে কে আসল কে গেল পর্যবেক্ষণতো আছেই। তাহলে হোটেল কতৃপক্ষ কাদেরকে মাসের পর মাস থাকতে দিলেন ? তাদের কাজ কি? কেন বাংলাদেশী এই মেয়েগুলো দিনের পর দিন মাসের পর মাস হোটেলে দিন- রাত কাটাবে? কারা আসতেন এই প্রেসিডন্ট স্যুটে সময় কাটাতে ?এর জবাবদিহিতা কেন চাইলনা ? এই দায় কি ওয়েস্টীন কতৃপক্ষ এড়াতে পারেন? তারা সত্যিই টাকার নেশায় অন্ধ বনেছে!আমার জানতে খুব ইচ্ছেকরে আর কত টাকা হলে পরে আমাদের অন্ধত্ব দূর হবে ? এই পাপিয়ারা উড়ন্ত মশার ন্যায় । মশার লার্বার স্হান যদি ধ্বংস করা যায় তাহলে যেমনি মশা জন্মায়না ঠিকক তেমনি ভাবে এই অসভ্যদের প্রজনন কেন্দ্র যদি ধ্বংস করা যায় তাহলে এই সমাজে অসভ্য বর্বর জন্মাবেনা । শুনাযায় ব্যাংকে নগদ টাকার সংকট বড় টাকার চেক সকালে দিলে নাকি বিকেলে টাকা পাওয়া যায় অথচ আপনার নিজের জমানো টাকা পেতে কেন এতো দেরি হচ্ছে? কারন টাকা এখন বাসায় -বাসায় সিন্ধুকে- সিন্ধুকে এই নগদ টাকার প্রবাহ বাড়াতে হলে ৩ দিনের সময় দিয়ে পুরনো ৫০০/১০০০ টাকার নোট জমা নিয়ে তা ব্যান্ড করে নতুন নোট বাজারে ছাড়লে নগদ টাকার প্রবাহ বাড়বে এ জন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করেন অনেকেই।আসুন এই দেশটা আমার ,আপনার, এদেশটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ১৮ কোটি মানুষের । আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্হান থেকে সামাজিক বৈষম্য দূর করে হাতে হাত রেখে কাঁদে কাঁদ রেখে দল মতের উর্ধে উঠে কে আওয়ামী কে বিএনপি কে জামাত এই কাদাঁ ছোড়া ছুঁড়ি বন্ধ করে মন্দকে না বলি ।প্রত্যেকের ভাল গুণ গুলোকে কাজে লাগিয়ে এ দেশটাকে সত্যিকারের সোনার বাংলা হিসাবে গড়ে তুলি এটাই হোক আমাদের প্রত্যয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম