আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলানায়নে আজ রবিবার অনুষ্ঠিত হল উচ্চাঙ্গ সংগীতের আসর। ঢাকার শওরঙ্গ সঙ্গীত পরম্পরা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে অংশ নেন ওস্তাদ আজাদ খান,জাকির হোসেন, মতিউর রহমান জ্যোতি বন্ধপাধ্যায় ও সাইফুন তানকার। তবলায় যুগলবন্দি,সারেঙ্গী ও সেতার বাদন ও কন্ঠ সংগীতে মুদ্ধ হন দর্শক শ্রেতা। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন সঙ্গীতজ্ঞ শাহ মশিউর রহমান। গাইবান্ধা জেলার সংস্কৃতি ব্যক্তিত্য খন্দকার আহাদ আহমেদসহ শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানান।