শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আন-নূর মাদরাসায় পঞ্চম শ্রেণিতে ৯জন ট্যালেন্টপুলসহ ১৬জন এবং অষ্টম শ্রেণিতে ২জন শিক্ষার্থী সরকারি বৃত্তি পেয়েছে। ২০১৯সালের ইবতেদায়ি শিক্ষা সমাপনী ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতীত্বের সাথে এ সফলতা অর্জন করে শিক্ষার্থীরা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫ম শ্রেণিতে যথাক্রমে- মোঃ ওমর বিন আবছার সানি (ট্যালেন্টপুল), মোহাম্মদ মোস্তফা সিয়াম (ট্যালেন্টপুল), নোহাত ইবনে ফেরদাউস (ট্যালেন্টপুল), মোহাম্মদ কায়েম হোছাইন (ট্যালেন্টপুল), জিয়াবুল ইসলাম জিহাদ (ট্যালেন্টপুল, কামরুল হাসান জিসাদ (ট্যালেন্টপুল), আব্দুল্লাহ নাবিল (ট্যালেন্টপুল) ফাইজিন নূর (ট্যালেন্টপুল), জান্নাতুল নাঈম (ট্যালেন্টপুল), মোহাম্মদ শেফায়ত হোসেন (সাধারণ), মোঃ শাহিন আলম (সাধারণ), মোহাম্মদুল হাসান রিয়াদ (সাধারণ), নাজমুল হোছাইন (সাধারণ), আল মুকিত ইসরাক (সাধারণ), মোহাম্মদ আব্দুল মজিদ সাকিব (সাধারণ) ও সাফিয়া জান্নাত ইমা (সাধারণ)।
অন্যদিকে ৮ম শ্রেণিতে ফাতেমা ইয়াছমিন (সাধারণ) ও মুনতাছির হাসান তামিম (সাধারণ) গ্রেডে লাভ করে।
এদিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আহমদ সওদাগর, সহ-সভাপতি অধ্যাপক শওকত আলী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি এইচ.এম এহসানুল হক ও অর্থ সম্পাদক এইচ.এম মোর্শেদুর রহমানসহ পরিচালনা কমিটির সকল কর্মকর্তাগণ।
অপরদিকে কৃতীত্বের সাথে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন মাদরাসার সুপার মাওলানা মো. আবদুল হামিদ নূরী। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে মাদরাসা পরিচালনা কমিটির সকল কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক সমন্বয়ের ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষা ও মেধার মূল্যায়নে কৃতীত্বের সাক্ষর রাখতে সক্ষম হয়েছে। এখানে মেধার বিকাশ ঘটেছে। যেটি আজ শিক্ষা প্রশাসন মূল্যায়ন করেছে। তিনি অর্জিত সফলতার এ ধারা আরো উন্নতভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।