মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। বুধবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ স্মরণ উৎসবের উদ্ধোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় হরিশপুর লালন একাডেমির সহ-সভাপতি সাইদুল করিম মিন্টু, লালন গবেষক উত্তম চক্রবর্তীসহ লালন ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় হরিশপুর লালন একাডেমীর আয়োজনে বুধবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ উৎসবে পরিবেশিত হবে লালন সঙ্গীত, লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা সভা। এতে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত অনুসারীরা উপস্থিত রয়েছে।