এফ এ নয়ন:
গাজীপুর টঙ্গীর স্টেশন রোডে মঙ্গলবার রাত সোয়া ১২টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটে। এ সময় ডমিনেট ফার্মেসীর সকলমালামাল পুড়ে ছাই হয়ে যায়।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানা যায়। বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।