আবদুল্লাহ মজুমদার ঃ প্রায় পাঁচ বছর পর আবারো হরতালের রাজনীতিতে ফিরল বিএনপি। ঢাকা সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাজধানীতে হরতালের ডাক দেয় দলটি। তবে রবিবারে সকালে হরতালের প্রথম প্রহরে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। এদিকে, হরতাল সমর্থনে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, রাজধানীতে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। তিনি বলেন, সরকার বিএনপির হরতালকে বিতর্কিত করার চেষ্টা করেছে। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।