নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটে আস বাংলাদেশ রেলবস্তি ও সুইপার কলোনির ১০ জন নারীকে শেলাই মেশিন বিতরন করেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় এই শেলাই মেশিন বিতরন করা হয়। শুক্রবার বিকালে আস বাংলাদেশ মিলনায়তনে অধ্যাপক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন। স্বাগত বক্তৃতা করেন আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান। এসময় বক্তৃতা করেন রূপান্তরের শিল্পী আক্তার, কে এন কে এস এর নির্বাহী পরিচালক অনিতা রয়, প্রশিক্ষক নিলুফা আক্তার, আসবাংলাদেশ এর হিসাব রক্ষক সুখময় কির্তনিয়া প্রমুখ। এসময় রেলবস্তি ও সুইপার কলোনির ১০ জন নারীকে ৬ মাস ব্যাপী শেলাই প্রশিক্ষন শেষে ১০ জনকে ১০টি শেলাই মেশিন বিতরন করা হয়।