শাহজালাল শাহেদ, চকরিয়া: দৈনিক মানবজমিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি তরুণ সাংবাদিক বাপ্পী শাহরিয়ার দীর্ঘদিন ধরে কানের পর্দা ডেমেজ, মাস্টয়েডে সমস্যা ও সাইনাসের কারণে বাংলাদেশের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপালের তত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ১ফ্রেরুয়ারি ভারতে গেছেন।
ভারতের সিএমসি হাসপাতালের নাক, কান ও গলা ইউনিটের অটোলজি, নিউরোলজি এবং কক্লিয়ার ইমপ্লান্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অঞ্জলি লেপচার ইউনিট-৪ এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি তাঁর কানের পর্দা প্রতিস্থাপন ও জটিল মাস্টয়েডের অপারেশন করবেন প্রফেসর ডা. অঞ্জলি লেপচার। লিভারে জটিলতা কারণে অপারেশন করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক বাপ্পী শাহরিয়ার। তার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।