জামাল উদ্দিন :
কুমিল্লা নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর পূর্ব পাশে। জাতির জনকের স্বপ্নের সোনার মানুষ প্রয়াত এমপি জয়নাল আবেদীন ভূঁইয়া ২০০০ সালের ২৬ শে মার্চ নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের জামান্স ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে ২০০১ সালে নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসে। বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৫ সালের ২৭ জানুয়ারি কুমিল্লা হলি কেয়ার হাসপাতালে বিকাল ৫ ঘটিকায় জয়নাল আবেদীন ভূঁইয়া ইন্তেকাল করেন। ছাত্রজীবনে তিনি ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তিনি ১৯৭৭ সালের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে ১৯৭৯ সালে আওয়ামী লীগের দুঃসময়ের ৩৯ তম এমপির মধ্যে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন । তিনি মুক্তিযোদ্ধা চেয়ারম্যান ও এমপি নির্বাচিত হয়ে নিজেকে মানব সেবায় নিয়োজিত করেন। ১৯৯৬ সালে পুনরায় এমপি নির্বাচিত হয়ে সুপরিকল্পিতভাবে নাঙ্গলকোটের উন্নয়নের বিপ্লব ঘটিয়েছেন। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১৪ সাল থেকে ক্ষমতা থাকলেও দীর্ঘ ১৯ বছরে বাস্তবায়িত হয়নি মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাওয়া হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজের ছাত্রাবাস। যা বর্তমানে অনার্স কলেজ হিসেবে পরিচিত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ।