1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তিযুদ্ধের নতুন সিনেমা ‘১৯ শে মার্চ’ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী রাউজানে শত শত বিঘা নষ্ট হচ্ছে কৃষি জমি -নিরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন

মুক্তিযুদ্ধের নতুন সিনেমা ‘১৯ শে মার্চ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানিরা বাঙালিদের ওপর নির্মম বর্বরতার প্রথম পদক্ষেপ হিসেবে বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার কালো ছক কষে। তারই ধারাবাহিকতায় জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্র নিয়ে আসতে গেলে ১৯ মার্চ গাজীপুরের শ্রমিক, ছাত্র, জনতা মিলে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। সেদিন তিনজন মারা যান। পরে আহত অবস্থায় একজন মৃত্যুবরণ করেন। এছাড়া অনেকে আহত হন। সেই কালজয়ী ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘১৯ শে মার্চ’ নামে চলচ্চিত্র। শাহনাজ পারভীনের কাহিনী নিয়ে এ চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এটি পরিচালনা করছেন তরুণ নাট্যনির্মাতা আজাদ আল মামুন। এটি তার অভিষেক চলচ্চিত্র।

মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী মোজাম্মেল হক আজ গণমাধ্যমকে জানান ছবিটি যথাযথ গুণগত মানসম্পন্ন কাজের মধ্যে দিয়ে শুরু হবে । বর্তমানে ছবিটির সার্বিক বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে তদারকি খোঁজখবর নিয়ে যাচ্ছি,।

গত ৫ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ১৯৭১ সালের ১৯ মার্চের নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। এছাড়া উপস্থিত ছিলেন ১৯ মার্চ শহীদ নেয়ামত, শহীদ মনু খলিফা, শহীদ হুরমত ও শহীদ কানু মিয়ার পরিবারের সদস্যরা। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলিম উদ্দিন বুদ্দিন, সদস্য আবদুল হাদি শামিম, ১৯ মার্চের নেতৃত্বদানকারী নজরুল ইসলাম খান, সাত্তার মিয়া, আবুল হোসেন, শামসুল হকের পরিবার, হাবিবউল্লাহর পরিবারের সদস্যসহ অনেকে।

চলচ্চিত্রটির পরিচালক আজাদ আল মামুন বলেন, বিএফডিসির নিবন্ধন অনুযায়ী আমার প্রথম চলচ্চিত্র ‘সূর্য সন্ধ্যা’, দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯ শে মার্চ’। কিন্তু দ্বিতীয় চলচ্চিত্রের গল্প এত বেশি প্রভাবিত করেছে যে, এই চলচ্চিত্রের নির্মাণকাজ আগে শুরু করেছি। চলচ্চিত্রটিতে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে কে বা কারা অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি পরিচালক। এমনকি মহরত অনুষ্ঠানেও কেউ উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে আজাদ আল মামুন বলেন, মহরত অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অভিনেতা-অভিনেত্রীকে পরিচয় করিয়ে দিইনি। এর অন্যতম কারণ এটি ইতিহাসের কালজয়ী একটি ঘটনা। যে ঘটনার নেতৃত্বদানকারীর মধ্যে অনেকে বেঁচে আছেন। ইচ্ছা ছিল ১৯ মার্চে শহীদ পরিবারসহ নেতৃত্বদানকারী যারা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন তাদের পরিবারের সকলের সামনে বিষয়টি তুলে ধরা। খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে চলচ্চিত্রটির সব শিল্পী-কুশলীকে পরিচয় করিয়ে দেবেন পরিচালক। তুলি মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণাধীন এ চলচ্চিত্রের শুটিং আগামী মার্চে শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম