নিজস্ব প্রতিনিধি :
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন নির্বাচিত কমিটি নীতিগতভাবে একমত হওয়ায় বাৎসরিক পরিকল্পনার বিষয়টি গৃহীত হয়েছে। তবে ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন কবে নাগাদ শুরু হবে, কীভাবে ও কোন প্রক্রিয়ায় আয়োজন করা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের বলেন, আমরা নীতিগতভাবে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করবো। কিন্তু, বিস্তারিত কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। আলোচনার পর বুঝতে পারবো কীভাবে উদযাপন করা হবে।