শৈশব আমিরী, গাজীপুর :
দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিত হবে জাতীয় নাট্যোৎসব ২০২০।গত ১২ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিট-এ সর্বকালের সর্ববৃহুৎ এবং সর্বাধিক নাট্যদলের অংশগ্রহণের জাতীয় নাট্যোৎসব উৎসব ২০২০-এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জয় হোক নাটকের ।
গাজীপুরে গত16 ফেব্রুয়ারি রোজ রবিবার সন্ধ্যা সাড়ে 6টায় নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়ে মধ্যানুষ নাটক প্রর্দশনী হয়েছে। নাটকটির রচনা : রোমেল রহমান, নির্দেশনা : শাহজাহান শোভন, অভিনেয়ঃ তাসলিমা আক্তার দৃষ্টি, আ,স,ম,জাকারিয়া, উজ্জ্বল লষ্কর, রায়হান রিপন , জালাল উদ্দিন অপু।
এ সময় উপস্থিত ছিলেন : গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসের উদ্দিন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডিলীর সদস্য উত্তম কুমার সাহা, জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচালার অফিসার (গাজীপুর) বেগম শারমীন জাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট , গাজীপুরের সহ-সভাপতি মিজানুর রহমান, নাট্য ব্যক্তিত্ব আব্দুল বারী, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, মুক্তমঞ্চ নাট্যদল ও নির্বাক দলের পরিচালক খোরশেদ আলম রুবেল, চন্দ্রবিন্দু থিয়েটারের সাধারণ সম্পাদক নাদিম মোড়ল প্রমুখ।