1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরে ভোটগ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক!

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরে ভোটগ্রহণ

ঢাকা সিটি নির্বাচন- ২০২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ২২৫ বার

মিরপুর থেকে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকে লোকজনের উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না। শেওড়াপাড়ার দুটি ভোটকেন্দ্রে সরজমিনে দেখা গেছে, আড়াই ঘন্টার মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ জন ভোটার ভোট দিয়েছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়নি। শেওড়াপাড়ার হলি ক্রিসেন্ট স্কুল ও কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি ভোটারকে শরীর তল্লাশি করে কেন্দ্রের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। পুলিশ ও আনসারের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন। মোবাইল ঘড়িসহ যে কোন ইলেকট্রনিক ডিভাইস থাকলে সেগুলো বাইরে রেখে যাওয়ার অনুরোধ করছেন। এ নিয়ে অনেক ভোটারের সঙ্গে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে তর্ক বিতর্ক হতে দেখা গেছে। একই চিত্র পাওয়া গেছে শ্যাওড়াপাড়ার আরেকটি ভোট কেন্দ্র হালিম ফাউন্ডেশন স্কুলেও। ভোট দিতে আসা প্রত্যেকের শরীর তল্লাশি করা হচ্ছে।

পুলিশ ও আনসার সদস্যরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা এই দায়িত্ব পালন করছেন। এদিকে মিরপুরের প্রতিটি অলি-গলিতে পুলিশের টহল দলকে টহল দিতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুপুরের পর থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে দারুণ খুশি মিরপুরের ভোটাররা। তারা জানিয়েছেন এত সহজ ও সুন্দরভাবে তারা আগে কখনো ভোট দিতে পারেননি। তবে কারচুপি হয় কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে তাদের। ভোট দিতে তাদের কোনো সমস্যা হয়নি বলেও উল্লেখ করেন। তারা জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়া তাদের প্রথম অভিজ্ঞতা। ভোট দিতে গিয়ে তারা কোন ধরনের কারচুপির বিষয় দেখেননি। হলি ক্রিসেন্ট স্কুলে ভোট দিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল মতিন বলেন, এভাবে ভোট দিতে পেরে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি পদ্ধতিটাও অনেক সহজ শুরুতে মনে হয়েছিল অনেক জটিল বিষয়ে। আসলে তেমনটি নয়। যে কেউ খুবই ভালভাবে এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন বলে আমি মনে করি। তিনি বলেন, ইভিএম নিয়ে নানা কথা শুনেছে, আমারও কিছুটা সংশয় রয়েছে। ফলাফলে যদি কোন কারচুপি করতে না পারে তাহলে এই ধরনের ভোটকে আমি স্বাগত জানাই. সরোজমিনে শেওড়াপাড়ার ভোটকেন্দ্রগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির এজেন্টের পাওয়া গেছে। তারা জানিয়েছেন, এখানে আপাতত কোনো সমস্যায় তারা পড়েননি। বিএনপি দলীয় এজেন্টেরা জানিয়েছেন, তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম