শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া আন-নূর মাদরাসার তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০২০ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি মাদরাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আহমদ সওদাগরের সভাপতিত্বে ও প্রতিযোগিতার আহ্বায়ক এডভোকেট প্রফেসর মো. শওকত আলীর সার্বিক তত্ত্বাবধানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ নূরী। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগি মাওলানা মুজিবুল হক, মাস্টার মুহাম্মদ শহিদুল্লাহ, মরহুম ইসহাক আহমদ ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল করিম ও অভিভাবক প্রতিনিধি শহিদুল ইসলাম। এসময় মাদরাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি এইচ.এম এহসানুল হক, প্রবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক মিনার উদ্দিন, সহকারী পরিচালক আবু তৈয়ব আজাদ, আবু মুছা, সংগঠক শেফায়েত হোসেনসহ মাদরাসা পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেণিভিত্তিক এবং পুরো মাদরাসা জুড়ে কৃতীত্বের সাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে রকমারি পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, সাদা, লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অনুষ্ঠানমালার প্রথমদিন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বুধবার সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হলে বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপি বর্ণাঢ্য কর্মসূচির সমাপ্তি ঘটে।