মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ দেশ-বিদেশের নানান বিষয় নিয়ে প্রায়ই ফেসবুক পেজে নিজের মন্তব্য বা বক্তব্য প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)রাতে নিজের ফেসবুক পেজে গতকাল থেকে আলোচনায় থাকা মহিলা যুবলীগ নেত্রী পাপিয়াকে নিয়ে একটি স্ট্যাটাস দেন বুদ্ধিজীবী এই অধ্যাপক। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘পাপিয়া, সম্রাট এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র। মূল কাহিনী নিশ্চয় আরো অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনদিন জানতে দিতে চাবে না তারা এটি আমাদের। রাতের ভোট, নির্যাতন, গুম-খুন, মামলা-হামলা এসবের প্রয়োজন হয় একারণে। মানুষ বুঝে এসব।’
উল্লেখ্য, শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে আটক করে র্যাব। এ দিন র্যাব জানায়, রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রেসিডেন্ট স্যুট নিজের নামে সবসময় বুকড করে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিলেন পাপিয়া। তিনি হোটেলটির বারে বিল বাবদ প্রতিদিন প্রায় আড়াই লাখ টাকা পরিশোধ করতেন।