নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটে স্বচ্ছ,দক্ষ,জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনা,সুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম,মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু,চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এম,ডি মোজাফফর হোসেন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত হোসেন,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.পারভীন আহমেদ প্রমুখ।সেমিনারে বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের সচিব,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ভূমি সংক্রান্ত সেবাকে সহজ ও জনবান্ধব করতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।ভূমি সংক্রান্ত সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে আন্তরিক থাকতে হবে।ভূমি ব্যবস্থাপনা ও অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণের দাবি মেটাতে বাগেরহাট জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা চলমান রাখতে হবে।এই ধারা অব্যাহত থাকলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা দানে বাগেরহাট হবে আগামী দিনের রোল মডেল।তাই ভূমি সংক্রান্ত সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
৩০ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ আটক ১২ পাচারকারীকে জেল হাজতে প্রেরন
নইন আবু নাঈম বাগেরহাট ঃ
৩০ কোটি টাকার ভারতীয় শাড়ী-কাপড়সহ আটক ১২ চোরাকারবারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।বুধবার দুপুরে বাগেরহাট জুডিশিয়াল মেজিট্ট্রেট আমলী আদালত-৬ এর বিচারক মোঃ আছাদুল ইসলাম এ আদেশ দেন।
জেলে প্রেরন করীরা হলেন,পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার জানখালী এলাকার মৃত সেকেন্দার আলী হাওলাদের ছেলে হারুন হাওলাদার (৪৫),নোয়াখালী জেলার সুবর্নচর থানার জরজব্বর এলাকার মোঃ কালা মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (৩৭),লক্ষীপুর জেলার রামগতী থানার জরআফজাল গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন মাল’র ছেলে মোঃ গিয়াস উদ্দিন মাল (৪৯),একই এলাকার মৃত শাহ জালাল হোসেনের ছেলে মোঃ মোসলেম পাটোয়ারি (৪৭),লক্ষীপুর রামগতী এলাকার শাহ জালাল পাটোয়ারীর ছেলে আবু পাটোয়ারি (৫০),রামগতী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া (২০),ভোলা জেলার দৌলতখান উপজেলার বয়েজ স্কুল এলাকার আবু কালামের ছেলে মোঃ হুমায়ুন কবির (৩০), লক্ষীপুর রামগতী এলাকার আবু তাহেরের ছেলে মোঃ মোসলেউদ্দিন (৩২),একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন হোসেন (২২),রেজাউল চৌকিদারের ছেলে আব্দুল কাদের চৌকিদার (৩০),মৃত মোফাজ্জেল হোসেন মালের ছেলে শেখ ফরিদ মাল (৩৬) ও লক্ষীপুরের ওবাইদুল হকের ছেলে মোঃ বাহার উদ্দিন (৪৭)।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ড পশ্চিম,মোংলার সদস্যরা এদের আটক করেন। এসময় চোরাকারবারিদের কাছ থেকে ২০ হাজার ৬‘শ ৯৯ পিচ শাড়ী, ১‘শ ১০ চিপ থ্রী-পিচ ও ৩‘শ ২১ লেহাঙ্গা পিচ জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।যার আনুমানিক মুল্য ৩০ কোটি ১৫ লক্ষ টাকা।
কোষ্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করেন।
মর্ীদের সাথে নিয়ে রিটাংনিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি’র প্রাথর্ী কাজী খায়রুজ্জামান শিপন।
আওয়ামী লীগ প্রার্থী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন মনোনয়ন পত্র দাখিলের পর তার প্রাথমিক প্রতিক্রিয়ার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানান।অন্যদিকে মনোনয়ন পত্র দাখিল করে বিএনপি’র প্রাথর্ী কাজী খায়রুজ্জামান শিপন নিবার্চনের কোন সুষ্ঠ পরিবেশ নেই দাবী করে বলেন,পুলিশ এখনই বিএনপি’র নেতাকমর্ীদের নামে গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তার শুরু করেছে।দলীয় নেতাকমর্ীরা গ্রেপ্তার আতংকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
আগামী ২৩ ফেব্রয়ারী মনোনয়ন পত্র বাছাই,২৯ ফেব্রয়ারী মনোনয়ন পত্র প্রাত্যাহার,১ মার্চ প্রতীক বরাদ্দ ও ২১ মার্চ ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য,মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন ১০ জানুয়ারী মৃত্যুবরন করায় এই আসনটি শূণ্য হয়।সে অনুয়ায়ী আগামী ২১ মার্চ এখানে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।#