এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার হাসপাতাল মাঠ প্রাঙ্গনে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া টঙ্গী প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ভাষা
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজউদ্দিন, নাসির উদ্দিন বুলবুল, মাহাবুবুর রহমান চৌধুরী, মাসুদ সরকার, কাজী রফিক, ফরিদ আহমেদ নয়ন,রেজাউল কবির রাজীব, শেখ রাজীব হাসান, বশির আলম, জাহাঙ্গীর আকন্দ, আল- আমিন হোসেন, দুর্জয় রহমান, শাহাজালাল, জয়নাল আহম্মেদ, নূর হোসেন প্রমুখ।