1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যে স্ট্যাটাসের জন্য সাংবাদিক অলিউল্লাহ নোমানের ফেসবুক একাউন্ট বন্ধ করেছেন কর্তৃপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

যে স্ট্যাটাসের জন্য সাংবাদিক অলিউল্লাহ নোমানের ফেসবুক একাউন্ট বন্ধ করেছেন কর্তৃপক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ২১৭ বার

শ্যামল বাংলা ডেস্ক :
নিচের স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরই আমার পুরাতন আইডি ব্লক করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
দুনিয়ার শাসকদের চরিত্র নিয়ে তুলনামূলক একটি আলোচনা হতে পারে।এতে দেখা যেতে পারে কোন শাসক কতটা সফল এবং নিজের অবস্থানে দৃঢ। আমার দৃষ্টিতে শেখ হাসিনা চলমান পৃথিবীর শাসকদের মধ্যে একটি ব্যতিক্রম সত্ত্বা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার চিন্তা ও গোপন কর্মসূচি (যা প্রকাশ্য বা রাজনৈতিক ইশতেহারে কখনো বলেননি) বাস্তবায়নে শতভাগ সাফল্য অর্জন করেছেন! রাজনৈতিক চরিত্র ও কর্মসূচি বাস্তবায়নে রয়ে সুদৃঢ়তা।
যেমন-
(১) সব রাজনৈতিক দল বহাল তবিয়তে রেখেই তিনি নিরঙ্কুশ এক দলীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
(২) তিনি সরকার প্রধান। সরকারি দলের প্রধান নেতা। একাধারে তিনি সংসদে বিরোধী দলে কে থাকবেন সেটাও নির্ধারণ করছেন। বিরোধী দলের নেতা কে হবেন তাও ঠিক ক করছেন তিনি!
(৩) সংসদে শেখ হাসিনা নির্ধারিত বিরোধী দলের বাইরেও বড় রাজনৈতিক দল এবং জোট রয়েছে। ওই রাজনৈতিক দল এবং জোটকেও তার মত করে পরিচালিত করছেন। তার বেধে দেয়া কর্মসূচি পালন করেন রাজনৈতিক জোট ও ফ্রন্ট। তার কর্মসূচির বাইরে গিয়ে কিছু করার সাধ্য কারো নেই!
(৪) শেখ হাসিনার পিতা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দুর্নাম কামিয়েছিলেন। পিতার পথে তিনি হাঁটেননি। রাজনৈতিক দল বহাল রেখে সে গুলোতে তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন।
(৫) তার পিতা শেখ মুজিবুর রহমান সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। মাত্র ৪টি পত্রিকা রাখা হয়েছিল সরকারের গুণকীর্তন করার জন্য। শেখ হাসিনা সব বন্ধ করেননি। শুধু বাধ্য করা যায়নি এমন কয়েকটি বন্ধ করেছেন। বাকী সবাইকে তার মত করে সাইজ করে রেখেছেন!
(৬) তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে মামলা সাজিয়ে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কারাগারে নিক্ষেপ করেছেন নির্ভিঘ্নে। প্রধান প্রতিদ্বন্দ্বিকে কারা অভ্যন্তরে বিরোধী দল এবং জোটকে কর্মসূচি দেয়া থেকে বিরত রাখছেন।
(৭) বুদ্ধিজীবী নামক সুবিধাবাদি পরজীবীদের নিজের মত করেই সাইজ করে রাখতে পেরেছেন।
(৮) বিচার বিভাগ বলে একটা জিনিস আছে। সেটার অদৃশ্য প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। কাকে ফাসি, কাকে যাবজ্জীবন, কাকে পাঁচ বছর আবার আপিলে দশ বছর কারাদন্ড দিতে হবে প্রাথমিক রায়টা তিনি দেন। তার অনুগত দলদাস বিচারকরা সেটা শুধু পাঠ করেন!
সংক্ষেপে বলতে গেলে সরকার, সরকারি দল, বিরোধী দল, জোট, ফ্রন্ট, বুদ্ধিজীবী, পরজীবী, গণমাধ্যম সবই তার নেতৃত্বে পরিচালিত হয়। কোনটা দৃশ্যমান নেতৃত্ব। কোনটার অদৃশ্য নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এখন বলেন পৃথিবীতে এমন শাসক আর কতজন আছে?!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম