নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় করোনার অজুহাতে চাল ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের কাছ থেকে পঁাচ হাজার করে ১৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন শুক্রবার দুপুরে রায়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং এ বিষয়ে সচেতনা সৃষ্টির জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে রায়েন্দা বাজারের দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন ইউএও।
ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, করোনা ভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট তৈরী করে চাল ও পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রির করার অপরাধে রায়েন্দা বাজারের ব্যবসায়ী আ. হালিম হাওলাদার, খলিল গাজী এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে আ. রাজ্জাকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ##