1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত এক নারীর সুস্থ হয়ে ফেরার গল্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি, চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে আদালত!

করোনা আক্রান্ত এক নারীর সুস্থ হয়ে ফেরার গল্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৩৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৯১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭০ হাজার ৩৯৬ জন। ঘরে ফেরা এসব মানুষদের মধ্যে প্রথমবারের মতো এক মার্কিন নারী কীভাবে সুস্থ হলেন সেই গল্প বলেছেন। ভাইরাস আক্রান্তদের মধ্যে আশা জাগাতেই নিজের সুস্থ হওয়ার গল্প বলেছেন তিনি ।

ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা এলিজাবেথ স্কিনেইদার জানান, আক্রান্ত হওয়ার পর বাসায় নিজের চিকিৎসা তিনি নিজেই করেছেন। মানুষকে ‘কিছুটা আশা দিতেই’ এই গল্প তিনি সবাইকে শোনাচ্ছেন।

৩৭ বছরের এলিজাবেথ জীবপ্রকৌশলে পিএইচডি করেছেন।

করোনা আক্রান্তদের পরার্মশ দিয়ে তিনি বলেন, ‘বাড়িতে থাকার ব্যাপারে, অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার ব্যাপারে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।’

২৫ ফেব্রুয়ারি স্কিনেইদারের মধ্যে ফ্লু এর মতো লক্ষণ প্রথম দেখা যায়। এর তিন দিন আগে তিনি এক পার্টিতে গিয়েছিলেন। সেখানে থাকা আরো অন্তত পাঁচ জনের মধ্যে সংক্রমণের দেখা দিয়েছিল।

বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্লান্তিবোধ নিয়ে আমার ঘুম ভেঙ্গেছিল। তবে সাধারণত ঘুম ভাঙ্গার পর কাজে যাওয়ার যে অনুভূতি থাকে এটা তারচেয়ে বেশি কিছু ছিল না। কারণ বিগত সপ্তাহে আমার খুব ব্যস্ত সময় কেটেছিল।’

দুপুরের মধ্যে স্কিনেইদারের মাথাব্যথা শুরু হয়। এরই মধ্যে শরীরে জ্বর চলে আসে এবং সারাদেহে ব্যথা অনুভূত থাকে। অফিস থেকে বাসায় ফিরে লম্বা ঘুম দেন তিনি। ঘুম ভাঙ্গার পর দেখতে পান তার দেহের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে ঠেকেছে। করোনাভাইরাসের সাধারণ লক্ষণ সর্দি কিংবা শ্বাসকষ্ট ছিলো না তার মধ্যে।

গত ৭ মার্চ তার গবেষণা সমন্বয়ক দলের এক সদস্যের কাছ থেকে ফোন পান এলিজাবেথ। তাকে জানানো হয়, ‘আপনার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এলিজাবেথকে অন্তত সাত দিন বাসায় থাকার পরামর্শ দেয়। সেই পরামর্শ মেনে চলেছেন এই গবেষক।

এলিজাবেথ জানান, তিনি এখন সুস্থবোধ করছেন, বাইরেও যান। তবে গণজমায়েত এড়িয়ে চলেন তিনি। অন্যরা যাতে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পড়েন সেজন্যই তিনি নিজের গল্প বলেছেন।

এলিজাবেথ বলেন, ‘আপনার লক্ষণগুলো যদি প্রাণসংশয়ী না হয়, তাহলে স্রেফ বাসাায় থাকুন, ওষুধ সেবন করুন, প্রচুর পানি পান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net