মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরা জেলার একমাত্র পৌরসভা মাগুরা পৌরসভা। এবার সেই মাগুরা পৌরসভা পৌর এলাকায় হাত ধোয়ার জন্য ফ্রী সাবান ও পানির ব্যবস্থা করলো। করোনা ঝুঁকি এড়াতে এবং মানুষের মাঝে এর সচেতনতা বৃদ্ধিতে মাগুরা পৌরসভার পক্ষ থেকে জেলা শহরের ৫৬ টি জায়গাতে এই্ সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। যেন সবাই হাত ধোয়ার প্রতি বিশেষ মনযোগী হয়, এবং স্বাস্থ্য ঝুকি এড়িয়ে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে সহায়তা করে।
আজ ২২ মার্চ রবিবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুুমার কুন্ডু এবং মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শহরের কলেজ রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও অনুরূপ ব্যবস্থা নেয়া হয়েছে। তারা সদর হাসপাতালের সামনে বেসিন বসিয়ে হাত পরিস্কার ব্যবস্থা করেছে।