মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ কথা বলেন তিনি।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী দেশবাসীকে লোকসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বলেও স্বাস্থ্য সচিব জানান।
তিনি বলেন, স্কুল কলেজ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, বাংলাদেশে ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানিয়েছে আইইডিসিআর। এর প্রেক্ষিতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আইইডিসিআর’র পরিচালক ডা: সেব্রিনা ফ্লোরা বলেছেন, প্রত্যেকের মাস্ক পরার প্রয়োজনীয়তা তৈরি হয়নি। যিনি আক্রান্ত ও যারা সেবা দেবেন তাদের মাস্ক পড়তে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন নেই। প্রয়োজন না হলে জনসমাগমে না গিয়ে বাসায় থাকার পরামর্শ দেন তিনি।