মোঃ সাইফুল্লাহ/ মাগুরায় করোনা প্রতিরোধে তিনফিট দূরত্ব বজায় রেখে জরুরী কাজ করার জন্য জরুরী কারনে খোলা রাখা প্রতিষ্ঠানগুলির বাইরে মার্কিং করা হচ্ছে।আজ ২৬ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপি মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা মাগুরা সদর উপজেলা বিভিন্ন হাট বাজারে এ কর্মসূচী সফল করতে সকলকে আহবান জানিয়েছেন। এর আগে ইউএনও আবু সুফিয়ানের লাল পতাকা কর্মসূচী সারা দেশে সমাদৃত হয়।অনুরুপ ভাবে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ আজ দিনব্যাপি শ্রীপুর উপজেলার শ্রীপুর নতুন বাজার, পুরাতন বাজার খামারপাড়া বাজার ও টুপিপাড়া- খামারপাড়া গোরস্থানমোড় বাজারসহ বিভিন্নস্হানে করোনা প্রতিরোধে খোলারাখা প্রতিষ্ঠানে সচেতনতা মুলক তিনফিট দুরত্ব মার্কিং কর্মসুচি পালন করা হয়। এ ছাড়া ও শ্রীপুরের বিভিন্ন হাট বাজারে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃজামশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ও বাইকে হেলমেট বিহিন তিনজন চলাচল করায় আর্থিক জরিমানা করেন।