শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৬মার্চ উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করেন। এতে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বাজারে আগত ক্রেতা ও জনসাধারণকে বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও সজাগ হওয়ার তাগিদ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী নোমান। মনিটরিংকালে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানসহ একাধিক কর্মকর্তা সাথে ছিলেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে যাতে কোন অসাধু ব্যবসায়ী ক্রেতা সাধারণকে বেকায়দায় না ফেলে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতা ও সহনশীলতার মধ্যে রাখতে এ জন্যই মূলত বাজার মনিটরিং করা হচ্ছে বলে সূত্রে প্রকাশ।