মাহামুদুল হাসান (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব ডাঃ আবু জাফর চৌধুরী বিরু নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক কমিটি শতাধিক গাড়ির বহরে প্রায় ১০০০ হাজার লোক নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (৪ই মার্চ) সকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্যেশে যাত্রা শুরু করেন। পরে দুপুরে তারা জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসম উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ” সিনিয়র সহ সভাপতি” মিজানুর রহমান বাচ্চু সাহেব।
উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম ভূইয়া এবং যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সহ বাকি সদস্য বৃন্দ।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের অনেক নেতৃ বৃন্দ এবং সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ , সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ , সাংগঠনিক সম্পাদক বিল্লাল , সহ সভাপতি সজিব , উপ- সমাজ সেবা সম্পাদক ইয়াসিন আরাফাত, ক্রিড়া সম্পাদক নাসির । জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম ,সহ সভাপতি শামিম শিকদার, সাংগঠনিক সম্পাদক আওলাদ, আসাদ, সজিব, স্বপন, রাব্বি সহ আর কয়েক শত ছাত্রলীগের নেতৃ বৃন্দ।
এবং সোনারগাঁও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।