আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
“আতংক নয় সচেতনতায় করবো জয়” এই স্লোগানকে সামনে রেখে নাকাই হরিরামপুর হেল্প কমিউনিটির সদস্য সচিব মেহেদী বিন তায়েফ ও অর্থ সচিব কলিন্স আকাশের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় নাকাইহাট বন্দরে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। কমিউনিটির সদস্যগন বন্দরের কাঁচাবাজার, মাছ,মাংসের মাংসের ব্যবসায়ীদের একটি করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদানের পাশাপাশি ক্রেতা ও পথচারীদের হাত পরিস্কার করার ব্যবস্থা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন নাকাই হরিরামপুর হেল্প কমিউনিটির উপদেষ্টা মোঃ বিপ্লব প্রধান। তিনি ব্যবসায়ীদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা মোঃ লিটন সরকার সহ মোঃ নাজমুল আরেফিন সিয়াম, মোঃ মমিনুল ইসলাম, ফারুক, মাসুম, মামুন,মিল্লাত, ফরিদ, ফিরোজ,মজনু প্রমুখ।