1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, নিশ্চুপ বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, নিশ্চুপ বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ১৮৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে। চলবে পুরো এক বছরেরও বেশি সময় ধরে। এ নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার বড় ধরনের কর্মসূচি নিলেও করোনা ভাইরাসের হুমকির মুখে তা সীমিত করা হয়েছে। বড় ধরনের সভা-সমাবেশ না করে ঘরোয়াভাবে ও মিডিয়ার মাধ্যমে এসব অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিকে এসব বিষয়কে সাদরে গ্রহণ করছে না দেশের বৃহত্তম বিরোধীদল বিএনপি। এ ব্যাপারে তারা বলতে গেলে নিশ্চুপ।

এ প্রসঙ্গে সম্প্রতি দলটির মহাসচিব জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো দিবস সফল হবে না। কথা এতটুকুই।

এ বিষয়ে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কিছু বলতে রাজি হননি। কেউ কেউ দাবি করেছেন, বঙ্গবন্ধুর কাছের মানুষ হলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন এ নিয়ে কথা বলতে পারছেন না তারা।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আমরা কেউ এ বিষয়ে কিছু বলতে পারবো না।

স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ বিষয়টি নিয়ে অনেক সাংবাদিক আমাকে ফোন করেছেন। সাক্ষাতে প্রশ্ন করেছেন, কিন্তু আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না, সে জন্য দুঃখিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু অনেক বড় মাপের নেতা ছিলেন। কিন্তু তাকে নিয়ে কিছু বলতে পারছি না। আপনার সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে, দয়া করে সেটাও প্রকাশ করবেন না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বছরগুলোতে বঙ্গবন্ধুর জন্মদিনে কোনো কর্মসূচি নেয়নি বিএনপি। এবারের জন্মশতবার্ষিকীতেও তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা বাণী থাকবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, বিগত দিনে বঙ্গবন্ধুর জন্মদিনে বিএনপি কোনো কর্মসূচি পালন করেছে কি না, এমন তথ্য আমার কাছে নেই। তার জন্মশতবার্ষিকীতেও কোনো কর্মসূচি পালন করবে বলে আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম