নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে শরণখোলায় নৌকার পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পঁাচটায় রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ পথসভায় প্রার্থী এ্যাডভোকেট আমিরুল আলম মিলন আগামী ২১মার্চ নৌকায় ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমির সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা দক্ষিণ সিটির সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলার প্রবীন আওয়ামীলীগ নেতা ও নির্বাচন পরিচলানা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, মোরেলগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এমাদুল হক, আওয়ামীলীগ নেতা এমএ রশিদ আকন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাচান তেনজিন, বাদশা আলমলীর আলম প্রমূখ। ##