মোঃসাইফুল্লাহ, মাগুরা : ২০১৯-২০ মৌসুমে ঝিনাইদহ জোনের মাগুরার শ্রীপুর ইউনিটের উদ্যোগে সরকারি বীজতুলা ক্রয় আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। আজ ২১ মার্চ শনিবার ২০২০ বেলা ১১টায় খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ক্রয় শুরু করেন তুলা উন্নয়ন বোর্ডের সহকারি জিনিং কর্মকর্তা মোঃরবিউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার ও স্টোর কিপার মোঃ রবিউল আওয়াল। কটন অফিসার মহানন্দ সমাদ্দার জানান এ মৌসুমে শ্রীপুর ইউনিট কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে সাড়ে ৪ মেঃ টন বীজ তুলা প্রতিমন ২৩৪০ টাকা দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং আজই তা ক্রয় করা হয়ে যাবে বলে আশা করছি ।