নবীগঞ্জ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম : গত বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শেরপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোজ মোহাম্মদ ফারুক (১৭) মরদেহ উদ্বার করা হয়েছে। আজ শুক্রবার সকালে শেরপুর ব্রীজের নিচে তারঁ ভাসমান লাশ পাওয়া গেছে।
তিনি নারায়নগঞ্জের ফতোল্লাহ এলাকার পশ্চিমতল্লা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে। নিখোঁজ ফারুক চলতি বছরে এসএসি পরীক্ষা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোজঁ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে গিয়ে নিখোজ হন। পরে সিলেট ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সহ সিলেটের ফায়ার ব্রিগেডের ডুবুরি দল উদ্ধার অভিযানে চালিয়ে ব্যর্থ হন।
আজ সকালে শেরপুর ব্রীজের নিচে তাকে ভাসমান পাওয়া যায়।
স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফারুক সহ ২০জনের একটি তাবলীগ জামাতের দল শেরপুরের দক্ষিণপারের পুরান মসজিদে তাবলীগে আসে। বৃহস্পতিবার ফারুক সহ তাঁর অন্য দুই সহযোগী কুশিয়ারা নীতে গোসল করতে নেমে ফারুক সাতরিয়ে মাঝ নদীতে চলে গিয়ে নিখোঁজ হন। এ সময় ফারুকের অন্য দুই সহযোগী সাঁতরিয়ে পারে উঠে যায়।