1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা সাঈদীর মুক্তি দাবি করে গাজীপুরের শতাধিক বিশিষ্ট নাগরিকের বিবৃতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

আল্লামা সাঈদীর মুক্তি দাবি করে গাজীপুরের শতাধিক বিশিষ্ট নাগরিকের বিবৃতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ১৯৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি, ইমাম, খতীব, মুফতি, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিল্পপতিসহ গাজীপুরের শতাধিক বিশিষ্ট ব্যক্তি এক যুক্ত বিবৃতিতে মানবিক ও ধর্মীয় কারণে দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিগণ বলেন, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নানান জটিল ও কঠিন রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী জীবনযাপন করছেন। সুস্থতার জন্য তাঁর শরীরের নিবিড় পরিচর্যা দরকার। তিনি জনপ্রিয় মুফাসসিরে কুরআন হিসাবে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে দেশবিদেশে তাফসীর পেশ করেছেন। লক্ষ লক্ষ শ্রোতা ও ভক্তরা তার মুক্তির প্রহর গুনছেন। এছাড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্বের সাথে দেশবাসী এক চরম সংকটময় পরিস্থিতিতে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে সফল করে তুলতে আমরা সরকারের কাছে মানবিক ও ধর্মীয় বিবেচনায় আল্লামা সাঈদীর আশু মুক্তি দাবি করছি।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন: অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, প্রিন্সিপাল হুমায়ূন কবির, প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী, প্রিন্সিপাল মুফতি রাশেদুল ইসলাম রাইফী, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ, অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, অধ্যক্ষ আহমদ আলী, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক হযরত আলী, অধ্যাপক মাওলানা মতিউর রহমান, অধ্যাপক আক্তারুল ইসলাম, অধ্যাপক মোঃ সাইদুর রহমান, অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হোসেন আলী, মুহতামিম ও মুফতি নেয়ামত উল্লাহ খান, মাওলানা মুফতি আব্দুল গাফফার, ইমাম আব্দুল কাদের, খতীব হাফেজ মাওলানা এমরান হোসাইন হাবিবী, খতীব মাওলানা রুহুল আমিন নাঈম, ইমাম মাওলানা মিজানুর রহমান, ইমাম মাওলানা আলী আকবর, ইমাম মাওলানা শফিকুল ইসলাম, ইমাম মাওলানা জহিরুল ইসলাম, ইমাম মাওলানা আঃ কাদের, ইমাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক, খতিব মাওলানা আব্দুস সাত্তার, ইমাম মাওলানা আহমদ উল্লাহ বরকতী, ইমাম হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ইমাম মাওলানা লোকমান হোসেন, ইমাম মাওলানা বাকি বিল্লাহ, ইমাম মাওলানা মোঃ আঃ জলিল, ইমাম ও খতীব মাওলানা মোঃ ফজলে রাব্বি, খতীব মাওলানা মোঃ মোছলেউদ্দীন মেসবাহ, ইমাম ও খতীব হাফেজ মাওলানা ফারুক হোসাইন, ইমাম ও খতীব হাফেজ মাওলানা রেজাউল করিম, খতীব হাফেজ মাওলানা বাকীবিল্লাহ, ইমাম ও খতিব হাফেজ মাওলানা লিয়াকত আলী, মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আনসারী, খতীব সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা জিয়াউল হক, ইমাম ও খতীব মাওলানা আবুবকর সিদ্দিক, হাফেজ মাওলানা মোঃ মোতালিব হোসেন মন্ডল, প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রভাষক মোঃ ইখলাসউদ্দিন, প্রভাষক মাওলানা হুমায়ূন কবির, প্রধান শিক্ষক (অব:) আব্দুল হামিদ সরকার, প্রধান শিক্ষক মোঃ হযরত আলী, সুপার মাওলানা কুদরতউল্লাহ, সুপার মাওলানা সালাউদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট শামসুল হক ভুঁইয়া, সিনিয়র আইনজীবী এডভোকেট ফখরুদ্দিন আকবরী, এডভোকেট শরীফ উদ্দিন, এডভোকেট শামীম মৃধা, এডভোকেট শাহজাহান সিরাজী, এডভোকেট আশরাফুল আলম, ডাক্তার মুজাহিদুল ইসলাম, ডাক্তার নাহিদ নেওয়াজ, ডাক্তার সাইফুল ইসলাম, ডাক্তার মোঃ আল মামুন, ডাক্তার মোঃ সাইফুল্লাহ, ডাক্তার মোহাম্মদ তোহা, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহাবুল আলম, প্রকৌশলী মোঃ কামারুজ্জামান, প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোবায়েদুর রহমান, ইঞ্জিনিয়ার আরিফুল হক, ইঞ্জিনিয়ার সাগর হোসেন মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা, বিশিষ্ট শিল্পপতি আজহারুল ইসলাম মোল্লা, শিল্পপতি মোঃ জিয়াউর রহমান, শিল্পপতি মোঃ মাইনুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মোঃ মোকতার হোসেন, বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান, বিশিষ্ট গীতিকার ও কণ্ঠশিল্পী মেহেদী হাসান সিরাজ, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হুমায়ূন বিন হানিফ, কবি গোলাম মোস্তফা, কবি দেলোয়ার হোসেন, কণ্ঠশিল্পী নাজির আহমাদ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইরফানুল হক, ব্যবসায়ী নেতা খান মোঃ ইয়াকুব আলী, ব্যবসায়ী নেতা গোলাম মোস্তাফা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কায়কোবাদ খান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী শামীম ওসমান, ক্বারী মাওলানা নূরুল আমিন, ক্বারী মু’তাসিম বিল্লাহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম