মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
নড়াইলের মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া স্থায়ী জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
অবকাশের পর ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেয়া হয়েছিল।
বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আবদুল মবীনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে স্থায়ী জামিনের রায় দেন।
এ মামলায় গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে দেয়া বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। একই সমাবেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি, যা পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। পরে নড়াইলের চাপাইল গ্রামের বাসিন্দা রায়হান ফারুকী ইমাম নামে এক ব্যক্তি এ সংক্রান্ত খবর পড়ার পর সংক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন।