শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলা প্রশাসনের আহবানে স্থানীয় এমপি ও ইউএনও পর্যায়ের মতবিনিময় বৈঠক দুপুর একটার দিকে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারী নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি, বিদেশ ফেরত ব্যক্তিদের সংস্পর্শে আসা সকলের হোম কোয়ারান্টাইন, যে কোন ধরণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশ নিষিদ্ধ, এমনকি মাহফিল বা জনসমাগম বিয়ের অনুষ্ঠান বন্ধ, বাজার দ্রব্যমূল্য স্থিতিশীলকরণ, গবাদি পশুর হাট বন্ধ, মনিটরিং, ডাক্তার-নার্সদের নিরাপত্তার নিশ্চিত করা প্রসঙ্গে গুরুত্বারোপ করার মতবিনিময় সভায়। বৈঠকে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম ও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের প্রতিনিধি ও স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।