শাহজালাল শাহেদ, চকরিয়া: অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় বুধবার ১৮ই মার্চ সকাল ১০টায় চকরিয়া উপজেলা বিআরডিবি মিলনায়তনে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, খান ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সমন্বয়কারী মুহাম্মদ আবু ছালাম, ক্যাপাসিটি বিল্ডিং কো অডিনেটর মুহাম্মদ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ আল আমিন ও বেদেনা খাতুন। এতে ২৫জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত দিনব্যাপি কর্মশালায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণ তারা তাদের দায়িত্ব-কর্তব্য গ্রাম আদালত এবং সালিশ ও দায়িত্ব পালনে কি কি সমস্যার সম্মুখিন হতে হয়; সে সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।