মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা পর্যায়ে ৩৭টি গ্রুপে মাধ্যমিক স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দা আনজুমান আরা বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীপুর প্রসন্ন একাডেমী। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, সদস্য রূপম সেন গুপ্ত, বিচারকমন্ডলী আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মোসা. সাহিদীনা বেগম, সমাজকর্ম বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার প্রদীপ চাকমা, মডারেটর চৌদ্দগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা প্রভাষক মনির সরকার। অনুষ্ঠানে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শ্রীপুর প্রসন্ন একাডেমীর শিক্ষার্থী তাহমিনা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।