মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০’ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার মহান স্বাধীনতা যুদ্ধের অমর শহীদদের আত্মার প্রতি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে বৈশ্বিক মহামারি নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহতা প্রতিরোধে শহীদ মিনার চত্ত্বরে কেউ ভিড় করেননি। এসময় সকলে পর্যাপ্ত পরিমান দূরত্ব বজায় রেখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন।