মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহে করোনাভাইরাসের আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শহরের শিল্পকলা একাডেমী চত্বর, পোষ্ট অফিস মোড়, পায়রা চত্বরে রিক্সা চালক দিনমজুরসহ নানা শ্রেনী পেশার মানুষের মাঝে এ স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় তাদের স্বাস্থ্য সচেতন নানা পরামর্শ প্রদাণ করেন নেতৃবৃন্দ। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম মুক্ত, হেলাল উদ্দিন, আবুল কাশেম শান্ত, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে শহরের বিভিন্ন এলাকার নি¤œআয়ের মানুষের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগ। বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে খাবার তুলে দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড, সালমা ইয়াছমিন। খাবার পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন তারা।