1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নগ্ন গ্রুপিংয়ে সংশ্লিষ্টতায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের অপসারণের দাবী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন

নগ্ন গ্রুপিংয়ে সংশ্লিষ্টতায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের অপসারণের দাবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১৮১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মঙ্গলবার(৩ মার্চ) সিলেট জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন উপজেলাও পৌরসভার নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের অপসারণের দাবি তুলেন।

উপজেলাও পৌর বিএনপি নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমূল হোসেন পুতুল।

সংবাদ সম্মেলন তিনি উলে­খ করেন,দেশও জাতির এই ক্রান্তিলগ্নে যখন দেশনেত্রী দেশের ৩ বারের প্রধানমন্ত্রী দেশের জনগণের ভালবাসায় সিক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে দিনযাপন করছেন,ঠিক তখন জেলা বিএনপির নেতৃবৃন্দের উচিত ছিল-সকল গ্রুপও মতের উর্ধ্বে উঠে শক্তিশালী একটি সংগঠন গড়ে তুলে আগামী দিনে নেত্রীর মুক্তির আন্দোলন ত্বরান্বিত করা। কিন্তু বর্তমান সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার আহবায়ক হিসেবে মনোনীত হওয়ার পর থেকে তার কার্যকলাপ সংগঠনের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরণের বিতর্ক সৃষ্টি করেছে। তিনি আহবায়ক হওয়ার পরপরই প্রথম সভায়ই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে সিলেট এনে উপজেলা নির্ধারনকল্পে গোপন ভোটাভুটির পরিবর্তে প্রকাশ্যে ভোটাভুটির ব্যবস্থা করায় গ্রুপিং তৃণমূল পর্যায় পর্যন্ত পৌছে দিয়েছেন। তারপর তিনি ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উপজেলা ও পৌর আহবায়ক নির্ধারণ করেন।কেন্দ্রের সিদ্ধান্ত তখন তিনি মেনে নিতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন,সিলেটে যখন জেলা বিএনপির আহবায়কের সাথে দেখা করতে আসলে উপজেলা নেতারা দেখেন জেলার আহবায়ক কামরুল হুদা জায়গীরদার জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীমের বাসায় অথবা সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের অফিসে বসে সাংগঠনিক কাজকর্ম সম্পাদন করছেন।সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটি বেশীর ভাগ সদস্যই আনুষ্ঠানিকভাবে জেলা আহবায়ক এইসব গ্রুপিং কার্যক্রম পর্যবেক্ষন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাপের মুখে তিনি শিবগঞ্জে একটি অফিস করলেও মাত্র২-৩টি সভা ছাড়া আর কখনও অফিসে বসেন নাই।

সিলেট জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ধারণা, জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক সাধারণ সম্পাদকের এজেন্ডা বাস্তবায়ন করছেন। যাতে করে তারা আগামী কাউন্সিলে দলের স্বার্থ জলাঞ্জলি দিয়েও তাদেরকে নেতৃত্বে পূর্ণবহাল করতে পারেন।

তিনি আরো বলেন,উপজেলা ও পৌর আহবায়ক নির্ধারণের পর সিদ্ধান্ত হয় যে,পরবর্তী ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হওয়ার সময় প্রতিটি উপজেলা ও পৌর আহবায়ক এবং স্ব স্ব ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্ব স্ব উপজেলার জেলা সদস্যদের সমন্বয়ে একটি খসড়া কমিটি গঠন করা হবে।পরে জেলা বিএনপির আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐ খসড়া কমিটি পর্যালোচনা করে যদি কোন সংশোধন-সংযোজন প্রয়োজন হয় তা গ্রহণ করে সেটা সর্বসম্মতিভাবে অনুমোদিত হবে। সেই মোতাবেক তিনি বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদককে ডেকে এনে তাদের কাছ থেকে কমিটি রেখে দিয়ে পরে তিনি পূর্ণাঙ্গ কমিটি করে জেলা বিএনপির সভায় তা উপস্থাপন করবেন বলে তাদেরকে বিদায় করে দেন। তারপর প্রায় মাসখানেক তিনি উপজেলা নেতৃবৃন্দের সাথে কোন যোগাযোগ করেন নাই এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শীঘ্রই জেলা বিএনপির সভায় কমিটি উপস্থাপন করা হবে বলে আশ্বস্থ করে সময়ক্ষেপন করতে থাকেন।আর এসবের অগোচরে তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি-সাবেক সাধারণ সম্পাদককের মাধ্যমে তাদের গ্রুপের লোক দিয়ে গোপনে ২০ সদস্যের মধ্যে১৭-১৮জন সদস্য অর্ন্তভুক্ত করে কমিটি ঘোষণা করেন।

তিনি বলেন, দলের অনেক সাবেক ত্যাগী,পরিক্ষিত ও সাবেক সভাপতি, সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দের বাদ দিয়ে তাদের অনুগত কমিটি গঠন করা হয়। যাদের অনেকে এখনও ছাত্রদল-যুবদলের সাথে যুক্ত, যাদের আন্দোলন সংগ্রামে কোন ভূমিকা নেই,এমনকি অনেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে তাদের সভা সমাবেশে যোগদান করেছেন,এমনকি শিবির থেকে আগত কিছু কর্মীকেও এইসব কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এভাবে নিজের ইচ্ছে মতো কমিটি বানিয়ে গত ২৯ ফেব্রুয়ারি হঠাৎ করে কাউকে না জানিয়ে জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষনা করেন।জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের লোকদের দিয়ে কট্টর গ্রুপিংয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করার একমাত্র কারণ হলো-প্রতিটি উপজেলায় তাদের মনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আগামী জেলা বিএনপির কাউন্সিলে যাতে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেন।

তিনি আরো বলেন, কমিটি গঠনের পরপরই গত ১ মার্চ উপজেলও পৌর আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন জেলা বিএনপির ৯ সদস্য।

তিনি অদক্ষ ও অযোগ্য,নগ্ন গ্রুপিংয়ে সংশ্লিষ্ট সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের অপসারণের মাধ্যমে দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশনেত্রীর মুক্তি আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার জন্য সাংগঠনিক গতিশীলতা ও অর্থবহ কাউন্সিল গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় টিমের নেতৃবৃন্দের কাছে আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ,জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুশ শহীদ মাসুক, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট কাওছার রশীদ বাহার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি,গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম