মাহবুবুর রহমান : নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামছুউদ্দিন চৌধুরী জেহান এর উদ্যোগে করোনা ভাইরাসের সচেতনামূলক ব্যবস্থা গ্রহণ এর কারনে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে।
সোমবার নোয়াখালী ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে জেলা প্রশাসকের সহযোগীতায় দুস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে তারা উপজেলা ১৩ টি ইউনিয়নের দশ হাজার পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তৈল,পেঁয়াজ,লবণ ও আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন জেহান বলেন, করোনা ভাইরাস এর কারনে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ ত্রান সামগ্রী বিতরণ করছি। এ ব্যবস্থা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরো বৃদ্ধি করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সর্দার, সদর উপজেলা অফিসার ইনচার্জ নবীর হোসেন, জেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক গোলাম মাওলা, ইউপি চেয়ারম্যান এ্যাড.সাবু প্রমুখ।